DUE LACK OF FUNDS, WE ARE MOVING WBEXAMSTUDY.COM TO WBEXAMSTUDY.BLOGSPOT.COM . PLEASE BOOKMARK IT.

Current Affairs in Bengali November 2018



current-affairs-in-bengali-november-2018



  • কলকাতা হাইকোর্টের নবনিযুক্ত প্রধান বিচারপতির নাম কি?
    [a] জ্যোতির্ময় ভট্টাচার্য
    [b] দেবাশিস কর গুপ্ত
    [c] ডি বি ভোঁসলে
    [d] সঞ্জয় কারোল
    Correct Answer
    [b] দেবাশিস কর গুপ্ত






  • কেরালার সর্বোচ্চ সাহিত্য পুরস্কার এজুথাচান পুরস্কারের জন্য কে নির্বাচিত হয়েছেন ?
    (A)উমা শংকর সিং
    (B)কে. সচিদানন্দন
    (C)এম. মুকুন্দন
    (D)রাম ভি কুমা
    Correct Answer
    (C)এম. মুকুন্দন






  • প্রথম ভারতে প্রস্তুতকৃত engineless ট্রেনটির নাম কি?
    [a] Fastrack 18
    [b] Train 18
    [c] Quix 18
    [d] Bullet 18
    Correct Answer
    [b] Train 18
    India’s first made-in-India engineless train ‘Train 18’ hit the tracks for trials on October 29, 2018.
    After successful trials, the train will be handed over to Research Design and Standards Organisation (RDSO) for further trials.






  • ইন্দো-তিব্বতী বর্ডার পুলিশ (ITBP) – এর নতুন মহাপরিচালক (ডি.জি) হিসেবে কে নিযুক্ত হয়েছেন ?
    (A)আর. কে. পচনন্দা
    (B)এস. এস. দেশওয়াল
    (C)রাজিব রায় ভাটনগর
    (D)সুদীপ লাখটাকিয়া
    Correct Answer
    (B)এস. এস. দেশওয়াল
    আর. কে. পচনন্দার জায়গায় ইন্দো-তিব্বতী বর্ডার পুলিশের নতুন ডি.জি হিসেবে নিযুক্ত হলেন এস. এস. দেশওয়াল । এর আগে তিনি সশস্ত্র সীমা বল ( SSB ) এর ডি.জি ছিলেন।






  • 2018 Gleitsman Award জিতলেন-
    [a] কৈলাস সত্যার্থি
    [b] মালালা ইউসুফজাই
    [c] নাদিয়া মুরাদ
    [d] বেফেকাদু হাইলু
    Correct Answer
    [b] মালালা ইউসুফজাই
    Harvard University selected Nobel Prize Winner Malala Yousafzai for 2018 Gleitsman Award in recognition of her work promoting girls’ education. She will be presented with this award on December 6, 2018 at a ceremony.


    • ICC ক্রিকেট হল অফ ফেমে কোন ভারতীয় ক্রিকেটারকে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে ?
      (A) শচীন টেন্ডুলকার
      (B) সৌরভ গাঙ্গুলি
      (C) রাহুল দ্রাবিড়
      (D) ভিভিএস লক্ষ্মণ
      Correct Answer
      (C) রাহুল দ্রাবিড়
      রাহুল দ্রাবিড় ভারতীয় দলের পঞ্চম খেলোয়াড় হিসেবে ICC ক্রিকেট হল অফ ফেমে জায়গা পেলেন । এর আগে এই সম্মানটি পেয়েছিলেন বিষণ সিং বেদি, সুনিল গাভাস্কার, কপিল দেব ও অনিল কুম্বলে।

    • কোন রাজ্য সরকার সম্প্রতি “সৌর জলনিধি” প্রকল্প চালু করেছে ?
      (A) ঝাড়খন্ড
      (B) ওড়িশা
      (C) বিহার
      (D) উত্তরপ্রদেশ
      Correct Answer
      (B) ওড়িশা
      উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সম্প্রতি ‘সৌর জলনিধি’ প্রকল্প চালু করেছেন যার লক্ষ্য হচ্ছে কৃষকদের সেচ কাজে সাহায্য করার জন্য সৌর শক্তির ব্যবহার বাড়ানো। ‘সৌর জলনিধি’ কনভারজেন্স মোডে একটি খননযোগ্য সৌর পাম্প সেচ ব্যবস্থা।

    • বিশ্বব্যাংকের ২০১৮ সালের “Ease of Doing Business Index ” অনুসারে ভারতের অবস্থান কততম ?
      (A) ৭৭ তম
      (B) ৬৪ তম
      (C) ৯৮ তম
      (D) ৮৭ তম
      Correct Answer
      (A) ৭৭ তম
      নিউজিল্যান্ড তালিকার শীর্ষে রয়েছে ।

    • কোন দেশ বিশ্বের প্রথম সার্বভৌম নীল বন্ড (Sovereign Blue Bond ) চালু করেছে ?
      (A) ইউনাইটেড কিংডম
      (B) মরিশাস
      (C) জাপান
      (D) সিচিলিস
      Correct Answer
      (D) সিচিলিস

    • একমাত্র কোন ভারতীয় চলচ্চিত্রটি বিবিসি-এর একবিংশ শতাব্দীর সেরা ১০০ টি বিদেশী ভাষার চলচ্চিত্রে তালিকাভুক্ত হয়েছে ?
      (A) পথের পাঁচালী
      (B) অপরাজিত
      (C) অপুর সংসার
      (D) দ্য বিগ সিটি
      Correct Answer
      (A) পথের পাঁচালী
      এই তালিকায় পথের পাঁচালী ১৫তম স্থানে রয়েছে

    • SEE ALSO: CURRENT AFFAIRS 2018 IN BENGALI



  • কোন ভারতীয় ভাস্কর বিশ্বের সবচেয়ে লম্বা মূর্তি ‘ঐক্যের মূর্তি ( Statue Of Unity )’ ডিজাইন করেছেন ?
    (A) রাম ভি. সুতার
    (B) ভিভান সুন্দরম
    (C) জিতেশ কল্লাটা
    (D) এন. এন. রিমজোন
    Correct Answer
    (A) রাম ভি. সুতার
    নর্মদা নদীর কাছাকাছি সর্দার সরোবর বাঁধের (Sardar Sarovar Dam) কাছে স্থাপিত হয়েছে এই বিশাল মূর্তিটি। এই বিশাল শিল্পের নৈপুণ্যের পিছনে রয়েছেন কারিগর রাম ভি সুতার (Ram V. Sutar)। পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত ৯২ বছর বয়সী এই কারিগর তৈরি করেছেন এই মূর্তিটি। এর আগেও শত শত মূর্তি তৈরি করেছেন রাম। সংসদ ভবনে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিটিও তাঁরই তৈরি।




  • ভারতের কোন বিখ্যাত বিমানবাহী নৌজাহাজকে ভারতের প্রথম সামুদ্রিক যাদুঘর ও সামুদ্রিক অ্যাডভেঞ্চার সেন্টারে রূপান্তরিত করা হবে ?
    (A) INS চক্র
    (B) INS ভাগ্যশ্রী
    (C) INS বিক্রান্ত
    (D) INS বিরাট
    Correct Answer
    (D) INS বিরাট




  • ভারত সম্প্রতি কোন দেশ থেকে উন্নত ক্রিভাক-III শ্রেণির স্টেলথ রণতরী ( frigates ) কেনার জন্য ৯৫০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে ?
    (A) ফ্রান্স
    (B) রাশিয়া
    (C) জাপান
    (D) মার্কিন যুক্তরাষ্ট্র
    Correct Answer
    (B) রাশিয়া




  • বিশ্ব নিরামিষাশী দিবস (World Vegan Day) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
    (A) নভেম্বর ২
    (B) নভেম্বর ৩
    (C) নভেম্বর ১
    (D) নভেম্বর ৪
    Correct Answer
    (C) নভেম্বর ১




  • ওড়িশার ঝাড়সুগাদা বিমানবন্দরের নতুন নামকরণ করা হবে ভারতের কোন বিখ্যাত মুক্তিযোদ্ধার নামের ওপরে ?
    (A) জগবন্দু হটা
    (B) সুরেন্দ্র সাই
    (C) সেলগগ্রাম বারিহা
    (D) ত্রিলোকন পানিগ্রাহী
    Correct Answer
    (B) সুরেন্দ্র সাই
    নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ওড়িশার ঝাড়সুগাদা বিমানবন্দরের নাম পরিবর্তন করে বীর সুরেন্দ্র সাই বিমানবন্দর, ঝাড়সুগাদা করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে
    প্রসঙ্গত, ওড়িশার বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ছিলেন বীর সুরেন্দ্র সাই।

  • জিমন্যাস্টিকে ১৩ টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ স্বর্ণপদক জয়ী প্রথম জিমনাস্ট সিমোন বাইলস কোন দেশের নাগরিক ?
    (A) মার্কিন যুক্তরাষ্ট্র
    (B) ব্রাজিল
    (C) দক্ষিণ আফ্রিকা
    (D) চিলি
    Correct Answer
    (A) মার্কিন যুক্তরাষ্ট্র




  • ২০১৮ সালের মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ (WBCB) এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে মনোনীত করা হয়েছে ?
    (A) সরযূবালা দেবী
    (B) যোগেশ্বর দত্ত
    (C) মেরি কম
    (D) পিঙ্কি জংড়া
    Correct Answer
    (C) মেরি কম




  • ‘লিটল ইন্ডিয়া গেট’ সম্প্রতি নিম্নলিখিত কোন শহরে উদ্বোধন করা হয় ?
    (A) মেডান
    (B) জাকার্তা
    (C) বান্তেন
    (D) ডিপক
    Correct Answer
    (A) মেডান
    এটি মেডান শহরের বিকাশে ভারতীয় সম্প্রদায়ের অবদানের স্বীকৃতি দেয়।




  • বিশ্ব সুনামি সচেতনতা দিবস কোন তারিখে পালন করা হয় ?
    (A) নভেম্বর ৩
    (B) নভেম্বর ৪
    (C) নভেম্বর ৫
    (D) নভেম্বর ৬
    Correct Answer
    (C) নভেম্বর ৫




  • “Signature Bridge” সম্প্রতি নিম্নলিখিত কোন শহরে উদ্বোধিত হল ?
    (A) মুম্বাই
    (B) কলকাতা
    (C) চেন্নাই
    (D) দিল্লি
    Correct Answer
    (D) দিল্লি



    • সম্মানিত রাজা রাম মোহন রায় পুরস্কারের ( ২০১৮ ) জন্য কোন বিখ্যাত সাংবাদিক নির্বাচিত হয়েছেন ?
      (A) রুবি সরকার
      (B) রাজেশ পরশুরাম জোশতে
      (C) ভি এস রাজেশ
      (D) এন রাম
      Correct Answer
      (D) এন রাম
      ১৬ ই নভেম্বর জাতীয় প্রেস দিবস উপলক্ষে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া (PCI) এই পুরস্কারটি উপস্থাপন করবে ।

    • ইরানে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ?
      (A) সৌরভ কুমার
      (B) গদ্দাম ধর্মেন্দ্র
      (C) এন কে সাকসেনা
      (D) প্রীতি জিন্দাল
      Correct Answer
      (B) গদ্দাম ধর্মেন্দ্র

    • ২০১৮ সালে ভারতের জাতীয় আয়ুর্বেদ দিবস (National Ayurveda Day) এর থিম কি ছিল ?
      (A) Ayurveda for Public Health
      (B) Ayurveda for Prevention and Control of Diabetes
      (C) Ayurveda: Cure and Protect Our Lives
      (D) Live happily with Ayurveda
      Correct Answer
      (A) Ayurveda for Public Health
      নভেম্বর ৫ এ জাতীয় আয়ুর্বেদ দিবস পালন করা হয় ।





  • কোন রাজ্য সরকার সম্প্রতি সৌর জলনিধি প্রকল্প চালু করেছে?
    [a] তামিল নাডু
    [b] উড়িষ্যা
    [c] তেলাঙ্গাগা
    [d] কর্ণাটক
    Correct Answer
    [b] উড়িষ্যা
    Odisha Chief Minister Naveen Patnaik launched the ‘Saura Jalnidhi’ scheme on October 30, 2018. The objective of this scheme is to encourage the use of solar energy in irrigation by farmers.





  • কোন IIT ভারতের প্রথম মাইক্রোপ্রসেসর “SHAKTI” তৈরি করেছে?
    [a] রুরকি
    [b] খড়গপুর
    [c] দিল্লী
    [d] মাদ্রাস
    Correct Answer
    [d] IIT মাদ্রাস






  • কোন প্রাক্তন ভারতীয় ক্রিকেটরকে সম্প্রতি ICC Cricket Hall of Fame এ অভিষিক্ত করা হল?
    [a] রাহুল দ্রাবিড়
    [b] ভি ভি এস লক্ষ্মণ
    [c] বিরেন্দ্র সেহবাগ
    [d] অজয় জাদেজা
    Correct Answer
    [a] রাহুল দ্রাবিড়



    • ভারত এবং কোন দেশের মধ্যে সম্প্রতি ‘Dharma Guardian-2018’নামক একটি যৌথ সৈন্য অনুশীলন শুরু হল?
      [a] ফ্রান্স
      [b] ইন্দোনেশিয়া
      [c] রাশিয়া
      [d] জাপান
      Correct Answer
      [d] জাপান
      The first-ever Indo-Japan joint military exercise “Dharma Guardian- 2018” started at a jungle warfare school in Mizoram’s Vairengte with a focus on strengthening counter-terror cooperation. The Japanese contingent is represented by 32nd Infantry Battalion, while the Indian side by 6/1 Gorkha Rifles.

    • 675 মিটার লম্বা Signature Bridge কোন রাজ্যে অবস্থিত?
      [a] কলকাতা
      [b] পুনে
      [c] নয়া দিল্লী
      [d] ঝাড়খণ্ড
      Correct Answer
      [c] নয়া দিল্লী
      The Signature Bridge over Yamuna River in Delhi was thrown open for public on November 5, 2018, after it was inaugurated by Chief Minister Arvind Kejriwal. The iconic bridge is 675 metres long and it will reduce the travel time between north and northeast Delhi and share the burden of the Wazirabad Bridge

    • কোন দেশে বিশ্বের সর্ববৃহৎ এয়ারপোর্ট নির্মাণ করা হল?
      [a] ভারত
      [b] মার্কিন যুক্তরাষ্ট্র
      [c] তুর্কি
      [d] জাপান
      Correct Answer
      [c] তুর্কি
      The world’s largest airport was unveiled by Turkish President Tayyip Erdogan outside Istanbul. The new $11.7 billion will be one of the world’s busiest, though it will not be fully operational until January. The name of the new airport will be Istanbul Airport. The airport uses mobile applications and artificial intelligence for customers, is energy efficient and boasts of a high-tech security system.

    • কোন ভারতীয় বন্দর একটি ভোজ্য তেল শোধনাগার নির্মাণ করার পরিকল্পনা করছে?
      [a] মার্মাগাঁও বন্দর
      [b] জহরলাল নেহ্রু বন্দর
      [c] কোচিন বন্দর
      [d] টুটিকোরিন বন্দর
      Correct Answer
      [b] জহরলাল নেহ্রু বন্দর
      India’s largest container port, Jawaharlal Nehru Port Trust (JNPT) is planning to host an edible oil refinery to maximise revenue and ensure captive cargo. The land will be leased out on a long-term basis and it will be beneficial for the port, as it will give it captive cargo.

    SEE ALSO : CURRENT AFFAIRS OCTOBER 2018 IN BENGALI
    Previous Post
    Next Post
    Related Posts