DUE LACK OF FUNDS, WE ARE MOVING WBEXAMSTUDY.COM TO WBEXAMSTUDY.BLOGSPOT.COM . PLEASE BOOKMARK IT.

Current Affairs GK 2018 in Bengali

current-affairs-gk-2018-in-bengali

Current Affairs GK Questions and Answers 2018 in Bengali


01. 2018 সালে কেরালায় নিম্নলিখিত কোন ভাইরাসের কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে?
A. নিপা ভাইরাস
B. ইবোলা ভাইরাস
C. HIV ভাইরাস
D. সোয়াইন Flu ভাইরাস
Correct Answer

Ans- A. নিপা ভাইরাস


02. নিম্নলিখিত কোন সেনা জাহাজে করে ২০১৮ সালে প্রথম বার শুধু মাত্র ৬ জন ভারতীয় মহিলা নাবিক একত্রে বিশ্ব ভ্রমণ করেছেন?
A. INS তারিণী
B. INS বিক্রান্ত
C. INS কাবেরী
D. কোনটিই নয়
Correct Answer

Ans-A. INS তারিণী

( এটি ছিল শুধু মাত্র মহিলা নাবিকদের দ্বারা চালিত প্রথম কোন বিশ্বভ্রমণ কারী ভারতীয় মহিলা নৌ যাত্রা। এটি ভারতের গোয়া নৌ বন্দর থেকে শুরু হয় এবং ২৫৪ দিনে এই মহিলা নাবিকগন পুরো বিশ্ব ভ্রমণ করে নজির সৃষ্টি করেন। এই যাত্রার নাম ছিল নাবিক সাগর পরিক্রমা। এই ভ্রমণের ক্যাপ্টেন ছিলেন বর্তিকা জোশি।


03. ভারতে এশিয়ার সবচেয়ে বড় সুড়ঙ্গ পথ তৈরির জন্য প্রধান মন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৮ সালের ১৯ শে মে জম্মু-কাশ্মীরে এর উদ্বোধন করেছেন। এই সুড়ঙ্গ পথের (tunnel) নাম কি?
A. পীর পঞ্জল টানেল
B. জজিলা টানেল
C. জওহর টানেল
D. কোনটিই নয়
Correct Answer

Ans-B. জজিলা টানেলl
(এটি জম্মু কাশ্মীরের শ্রীনগর ও লাদাখের মধ্যে সংযোগ স্থাপন করবে। এটির দৈর্ঘ্য ১৪.২ কিলোমিটার।)


04. কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি?
A. বি এস ইয়েদুরাপ্পা
B. HD দেবগৌড়া
C. HD হেগড়ে
D. HD কুমারস্বামী
Correct Answer

Ans- D. HD কুমারস্বামী

05. ২০১৮ সালে বিধান সভা ভোটে কর্নাটকে সবচেয়ে বেশি বিধানসভা সিট্ পেয়েছে কোন রাজনৈতিক দল?
A. বিজেপি
B. কংগ্রেস
C. JD(S)
D. BSP
Correct Answer

Ans-A. বিজেপি (১০৪ টি সিট্ )

06. কর্ণাটকের বর্তমান রাজ্যপালের নাম কি?
A.কণিজ্যেতি রোসাইয়াহ
B. বাজুভাই বালা
C.হান্স রাজ্ ভরদ্বাজ
D.উপরের কেউই নন
Correct Answer

Ans-B. বাজুভাই বালা

07. ভারতে ২০১৮ সালে জিএসটি দিবস কবে পালিত হয়েছে?
A. ১লা মে
B. ১লা জুন
C. ১লা জুলাই
D. ১লা এপ্রিল
Correct Answer
Ans-C. ১লা জুলাই

08. ভারতে কবে প্রথম জিএসটি চালু হয়?
A. ২০১৪ সালে
B. ২০১৮ সালে
C. ২০১৬ সালে
D. ২০১৭ সালে
Correct Answer

Ans-D. ২০১৭ সালের ১ লা জুলাই।

09. কে কে বিড়লা সংস্থা ২০১৮ সালে কোন সাহিত্যকারকে “বিহারি” পুরস্কার প্রদান করেছেন?
A. রজত শর্মা
B. বিজয় শর্মা
C. প্রকাশ কুমার
D. কুমার বিশ্বাস
Correct Answer

Ans-B. বিজয় শর্মা

10. ফোর্বস ম্যাগাজিন ২০১৮ সালের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের মধ্যে নরেন্দ্র মোদীকে কততম স্থান প্রদান করেছেন?
A. ২ য়
B. প্রথম
C. সপ্তম
D. নবম
Correct Answer

Ans-D. নবম।

SEE ALSO: CURRENT AFFAIRS 150+ MCQ OCTOBER 2018

11. 2018 সালে ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নির্বাচনে কে জয়ী হয়েছেন?
A. নিকোলাস মাদুরাই
B. হুগো চ্যাভেজ
C. রাফেল কেদ্রা
D. উপরের কেউই নন
Correct Answer

Ans-A. নিকোলাস মাদুরাই

12. পৃথীর সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রীর নাম কি?
A. সলিক কেয়ূর
B. আজান মোহাম্মদ
C. নবী মোহাম্মদ
D. মহাথির মোহাম্মদ
Correct Answer

Ans-D. মহাথির মোহাম্মদ


(ইনি ২০১৮ সালে মে মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভ করেছেন। এনার বর্তমান বয়স ৯২ বছর)



13. 2018 সালে কমনওয়েলথ গেম্স্ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
A. ইংল্যান্ড
B. অস্ট্রেলিয়া
C. কানাডা
D. চীন
Correct Answer

Ans- B. অস্ট্রেলিয়া


( অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরে অনুষ্ঠিত হয়েছিল )



14. কমনওয়েলথ গেম্স্ প্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল?
A. ১৯২৫ সালে
B. ১৯৩০ সালে
C. ১৯৩২ সালে
D. ১৯৩৫ সালে
Correct Answer

Ans-B. ১৯৩০ সালে
( কানাডার হ্যামিলটন শহরে)




15. পরবর্তী কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
A. বার্মিংহাম
B. সিডনি
C. হংকং
D. টোকিও
Correct Answer

Ans-A. বার্মিংহাম
( পরবর্তী কমনওয়েলথ গেমস ২০২২ সালে ইংল্যান্ডের বার্মিংহাম শহরে অনুষ্ঠটিতে হবে )




16. এবছর কমনওয়েলথ গেমসে সবচেয়ে বেশি পদক জিতেছে কোন দেশ?
A. ভারত
B. কানাডা
C. চীন
D. অস্ট্রেলিয়া
Correct Answer

Ans- D. অস্ট্রেলিয়া
৮০ টি গোল্ড মেডেল সহ মোট ১৯৬ টি পুরস্কার জিতেছে। ( ভারত এবছর পদক জয়ী তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে। ভারত ২৬ টি গোল্ড মেডেল সোহো মোট ৬৬ টি পুরস্কার জিতেছে। ১৩৬ টি পদক নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে ইংল্যান্ড।




17. কমনওয়েলথ গেমসে নিচের কোন ভারতীয় মাত্র ১৫ বছর বয়সে ২৫ মিটার রেপিড ফায়ার পিস্তলে গোল্ড মেডেল জিতে ভারতের সবচেয়ে কম বয়সী শুটার হওয়ার নজির সৃষ্টি করেছেন?
A. তেজস্বীনি সাওয়ান্ত
B. অনিশ ভানওয়ালা
C. সঞ্জীব রাজপুত
D. সুমিত মালিক
Correct Answer

Ans-B. অনিশ ভানওয়ালা

18. সুমিত মালিক কোন খেলার সাথে যুক্ত?
A. কুস্তি
B. ব্যাডমিন্টন
C. হকি
D. শুটার
Correct Answer

Ans-A. কুস্তি
( ইনি এবছর কমন ওয়েলথ গেমসে স্বর্ণ পদক জিতেছেন)




19. এবছর ফিফা ওয়ার্ল্ডকাপ কোনদেশ জিতেছে?
A. জার্মানি
B. পোল্যান্ড
C. ফ্রান্স
D. ক্রোয়েশিয়া
Correct Answer

Ans-C. ফ্রান্স
(৪-২ গোলে। ফ্রান্স এইবার দিয়ে মোট দুবার ফিফা বিশ্বকাপ জেতার খেতাব অর্জন করল। )




20. এবছর ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
A. রাশিয়া
B. চীন
C. দক্ষিণ কোরিয়া
D. ভেনেজুয়েলা


Correct Answer

Ans-A. রাশিয়া



21. FIFA কতসালে গঠিত হয়?
A. ১৯০৪ সালে
B. ১৯৩০ সালে
C. ১৯১৩ সালে
D. ১৯২৫ সালে
Correct Answer
Ans-A. ১৯০৪ সালে

22. প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ কতসালে অনুষ্ঠিত হয়?
A. ১৯১৩ সালে
B. ১৯২৫ সালে
C. ১৯২০ সালে
D. ১৯৩০ সালে
Correct Answer

Ans-D. ১৯৩০ সালে

23. প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ কোন দেশ জিতেছিল?
A. জার্মানি
B. উরুগুয়ে
C. ব্রাজিল
D. আর্জেন্টিনা
Correct Answer

Ans-B. উরুগুয়ে
( আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছিল উরুগুয়ে। )



24. প্রথম ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?
A. আর্জেন্টিনা
B. ব্রাজিল
C. উরুগুয়ে
D. প্যারাগুয়ে
Correct Answer
Ans-C. উরুগুয়ে



25. ফিফার বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
A. গিয়ান্নি ইনফান্তিনো
B. ঈসা হায়াতু
C. সেপ ব্ল্যাটার
D. উপরের কেউই নন
Correct Answer

Ans- A. গিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino)]

26. ২০২২ সালে FIFA ওয়ার্ল্ডকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
A. আর্জেন্টিনা
B. ব্রাজিল
C. কাতার
D. আমেরিকা
Correct Answer

Ans-C. কাতার

27. কোনদেশ সবচেয়ে বেশি বার ফুটবল বিশ্বকাপ জিতেছে ?
A. আর্জেন্টিনা
B. ব্রাজিল
C. ফ্রান্স
D. ইংল্যান্ড
Correct Answer

Ans-B. ব্রাজিল (৫ বার)

28. এবছর কততম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হল?
A. ২৩ তম
B. ২২ তম
C. ২১ তম
D. ২০ তম
Correct Answer

Ans- C. ২১ তম

29. এবছর ফুটবল বিশ্বকাপে সোনার বল পুরস্কার কে পেয়েছেন?
A. থিবাউট কোর্তোইস
B. লুকা মদ্রিক
C. অন্টিনে
D. সুমিত মালিক
Correct Answer

Ans-B. লুকা মদ্রিক
( Luca Modric – বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন ,ইনি ক্রোয়েশিয়ার প্লেয়ার)



30. এবছর ফিফা ওয়ার্ল্ড কাপে মোট কতগুলি দেশ অংশ গ্রহণ করেছিল?
A. ৩২
B. ৩৫
C. ২৫
D. ৪২
Correct Answer

Ans-A. ৩২
( ৩২ টি দেশ এবং মোট ৬৪ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।


SEE ALSO: CURRENT AFFAIRS 150+ MCQ OCTOBER 2018



31. এবছর ফিফা ওয়ার্ল্ডকাপ “ফেয়ার প্লে” পুরস্কার জিতেছে কোন দেশ?
A. জার্মানি
B. পোল্যান্ড
C. স্পেন
D. ক্রোয়েশিয়া
Correct Answer

Ans-C. স্পেন

32. এবছর ফিফা বিশ্বকাপে সোনার বুট পুরস্কার পেয়েছে কোন প্লেয়ার?
A. থিবাউট কোর্তোইস
B. Harry Kane
C. অন্টিনে
D. Mbappe
Correct Answer

Ans-B. Harry Kane
(ইংল্যান্ডের প্লেয়ার )




33. এবছর ফিফা বিশ্বকাপে সোনার গ্লাভস পুরস্কার পেয়েছে কোন প্লেয়ার?
A. Thibaut Courtois
B. Harry Kane
C. অন্টিনে
D. Mbappe
Correct Answer

Ans-A. Thibaut Courtois
(বেলজিয়ামের প্লেয়ার)




34. এবছর ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলদাতা কে?
A. Harry Kane
B. ক্রিস্টিয়ানো রোনাল্ডো
C. এন্টোনি গ্রিয়েজমান
D. রোমেলু
Correct Answer

Ans-A. Harry Kane
(ইংল্যান্ড- ৫ টি গোল করেছেন)




35. ২০১৭ সালে জ্ঞানপীঠ পুরস্কার কে জিতেছেন?
A. কৃষ্ণা সবাতি
B. শঙ্খ ঘোষ
C. রঘুবীর চৌধুরী
D. চেতন ভগৎ
Correct Answer

Ans-B. A. কৃষ্ণা সবাতি
( ইনি হিন্দি সাহিত্যে অবদানের জন্য এই পুরস্কার পেয়েছেন। )




36. ২৭ তম সরস্বতী সম্মান পুরস্কার কাকে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে হয়েছে?
A. Sitanshu Yashaschandra
B. Veerappa Moily
C. Mahabaleshwar Sail
D. Padma Sachdev
Correct Answer

Ans-A. Sitanshu ইশচন্দ্রা
( ইনি গুজরাটি ভাষার কবি। তিনি তার কাব্য গ্রন্থ “Vakhar” এর জন্য এই পুরস্কার পাচ্ছেন )



37. 2018 সালে The Man Booker International Prize কাকে প্রদান করা হয়েছে?
A. Olga Tokarczuk
B. ডেভিড গ্রসমান
C. জেনিফার লোপেজ
D. হ্যান কাং
Correct Answer

Ans- Olga Tokarczuk
( তার লেখা বই “ফ্লাইটস” এর জন্য এই পুরস্কার পেয়েছেন। এই বইটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন Jennifer Croft। এজন্য পুরস্কারের ৫০০০ পাউন্ড অর্থ এদের দুজনের মধ্যে আধাআধি ভাগকরে দেওয়া হয়েছে )

38. অন্ধ্রপ্রদেশের কোন রেলস্টেশনটিকে শুধুমাত্র মহিলাদের দ্বারা সঞ্চালিত প্রথম রেল স্টেশন হিসেবে চালু করা হয়েছে?
A. হায়দ্রাবাদ
B. সেকেন্দ্রাবাদ
C. চন্দ্রগিরি
D. কোনটিই নয়
Correct Answer

Ans-C. চন্দ্রগিরি

39. ফোর্বস ম্যাগাজিন এবছর ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে কাকে প্রথম স্থান প্রদান করেছেন?
A. অনিল আম্বানি
B. মুকেশ আম্বানি
C. লক্ষ্মী মিত্তাল
D. আজিম প্রেমজি
Correct Answer

Ans-B. মুকেশ আম্বানি


40. ফোর্বস ম্যাগাজিন অনুসারে ভারতের সবচেয়ে ধনী মহিলার নাম কি?
A. স্বাবিত্রী জিন্দাল
B. কিরণ মজুমদার
C. স্মিতা কৃষ্ণ -গোদরেজ
D. লীনা তেওয়ারি
Correct Answer

Ans- A. স্বাবিত্রী জিন্দাল

41. এবছর কোন ভারতীয় মহিলা কুস্তিগীর এশিয়ান কুস্তি চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় ভারতীয় হিসেবে প্রথমবার স্বর্ণপদক জয় করেছেন?
A. গীতা ফোগট
B. ববিতা ফোগট
C. নভজোৎ কর
D. উপরের কেউই নন
Correct Answer

Ans-C. নভজোৎ কর
(জাপানের মিয়া ইমাইকে পরাজিত করে )



42. এবছর এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
A.ভারত
B. চীন
C. দক্ষিন কোরিয়া
D. ইন্দোনেশিয়া
Correct Answer

Ans-D. ইন্দোনেশিয়া
( ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেমবাং শহরে। )



42. এবছর এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
A.ভারত
B. চীন
C. দক্ষিন কোরিয়া
D. ইন্দোনেশিয়া
Correct Answer

Ans-D. ইন্দোনেশিয়া
( ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেমবাং শহরে। )



43. এবছর কোন ভারতীয় মহিলা বিশ্ব শুটিং প্রতিযোগিতায় সিঙ্গেল এবং ডাবলস দুটি বিভাগেই স্বর্ণ পদক জয় করেছেন?
A. মনু ভাস্কর
B. মিতালি ভাস্কর
C. তনি মিশ্র
D. উপরের কেউই নন
Correct Answer

Ans-A. মনু ভাস্কর
(হরিয়ানার কন্যা একাদশ শ্রেণীর ছাত্রী মনুভাস্কর মাত্র ১৬ বছর বয়সে মেক্সিকো তে অনুষ্ঠিত হওয়া ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে জয়ী হয়েছেন। )



44. BCCI এর ২০১৮ সালের দেওধর ট্রফি জিতেছে কোন টিম?
A. ইন্ডিয়া A
B. ইন্ডিয়া B
C. কর্ণাটক
D. টিম পাঞ্জাব
Correct Answer

Ans-B. ইন্ডিয়া B
(কর্ণাটককে হারিয়ে)



45. ভারত সরকার সম্প্রতি কি দিয়ে তৈরি জাতীয় পতাকা নিষিদ্ধ করেছেন?
A. কাগজ
B. প্লাস্টিক
C. ফাইবার
D. উপরের কোনটিই নয়
Correct Answer

Ans-B. প্লাস্টিক

46. নিচের কাকে সিকিমের ব্র্যান্ড Ambasador হিসেবে ঘোষণা করা হয়েছে?
A. এ আর রহমান
B. অক্ষয় কুমার
C. রণবীর সিং
D. দীপিকা পাড়ুকোন
Correct Answer

Ans-A. এ আর রহমান

47. নিচের কোন দেশটি ভারত ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক এর সাথে যুক্ত হওয়া প্রথম দেশ?
A. বাংলাদেশ
B. মালদ্বীপ
C. নেপাল
D. শ্রীলংকা
Correct Answer

Ans-D. শ্রীলংকা

48. শীতকালীন অলিম্পিক ২০১৮ তে নিচের কোন দুটি দেশ একই পতাকা নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল?
A. উত্তর ও দক্ষিন কোরিয়া
B. নেদারল্যান্ড ও হংকং
C. নেপাল ও ভুটান
D. বাংলাদেশ ও মায়ানমার

Correct Answer

Ans-A. উত্তর ও দক্ষিন কোরিয়া

49. 2018 সালের শীতকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে?
A. পিয়ংচ্যাং
B. পিয়ংইয়ং
C. হংকং
D. চীন
Correct Answer

Ans- A. পিয়ংচ্যাং
( দক্ষিন কোরিয়ার পিয়ংচ্যাং শহরে )



50. ২০২২ সালের শীতকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে?
A. চীন
B. ভারত
C. ইন্দনেশিয়া
D. মালয়েশিয়া
Correct Answer

Ans-A. চীন
( চীনের বেইজিং শহরে)




51. বাসযোগ্য পরিবেশের মাপকাঠিতে বিশ্বের ১৮০ টি দেশের মধ্যে ভারতের স্থান কত?
A. ১৬০
B. ১৫৫
C. ১৭২
D. ১৭৭


Correct Answer

Ans-D. ১৭৭


52. ভারতের কোন মহানগরীতে ভাসমান মার্কেট তৈরি করা হয়েছে?
A. মুম্বাই
B. দিল্লী
C. কলকাতা
D. চেন্নাই

Correct Answer

Ans- C. কলকাতা

53. অক্সফোর্ডের (ডিকশনারি) এবছরের প্রথম হিন্দি শব্দ কোনটি?
A. আঁধার
B. আপনা ঘর
C. সোচ
D. আভার
Correct Answer

Ans-A. আঁধার (AADHAR)

54. VINVAX ভারত আর কোনদেশের সেনা মহড়ার নাম?
A. লাওস
B. ভিয়েতনাম
C. দক্ষিন কোরিয়া
D. ইন্দোনেশিয়া
Correct Answer

Ans-B. ভিয়েতনাম
( ৬ দিন ধরে এই সেনা মহড়া হয় প্রতিবছর )



55. এবছর পঞ্চম যশ চোপড়া (Yash chopda) মেমোরিয়াল পুরস্কার কাকে দেওয়া হয়েছে?
A. আশা ভোসলে
B. সোনু নিগম
C. এ আর রহমান
D. লতা মঙ্গেশকর
Correct Answer

Ans-A. আশা ভোসলে

56. পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম আন্তর্জাতিক এয়ারপোর্টের নাম কি?
A. মিচিগাণ
B. দুবাই
C. মুম্বাই
D. লন্ডন
Correct Answer

Ans-B. দুবাই

57. পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম সিঙ্গেল রানওয়ে এয়ারপোর্টের নাম কি?
A. মিচিগাণ
B. দুবাই
C. মুম্বাই
D. লন্ডন
Correct Answer

Ans-C. মুম্বাই

58. রেল কোন যায়গায় নতুন রেল কোচ ফ্যাক্টরি স্থাপন করতে চলেছে?
A. বারাণসী
B. পাটনা
C. মারাঠাওড়া
D. উদয়পুর
Correct Answer

Ans-C. মারাঠাওড়া


(মহারাষ্ট্রের মারাঠাওড়া )



59. সুরাজকুন্ড মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়?
A. হরিয়ানা
B. পাঞ্জাব
C. উত্তরাখন্ড
D. রাজস্থান
Correct Answer

Ans-A. হরিয়ানা

60. ২০১৮ সালে নিউজল্যান্ডে অনুষ্ঠিত হওয়া অনূর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেট কোন দেশ জিতেছে?
A. ভারত
B. পাকিস্তান
C. অস্ট্রেলিয়া
D. ইংল্যান্ড
Correct Answer

Ans-A. ভারত
(রাহুল দ্রাবিড় কোচ ছিলেন এবং ক্যাপ্টেন ছিলেন পৃথ্বী সাউ)


SEE ALSO: CURRENT AFFAIRS 150+ MCQ OCTOBER 2018



61. সবচেয়ে বেশিবার অনুর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেট জিতেছে কোন দেশ?
A. ভারত
B.অস্ট্রেলিয়া
C. নিউজিল্যান্ড
D. ইংল্যান্ড
Correct Answer

Ans- A. ভারত
(চার বার )



62. Exam Warriors বইয়ের লেখক কে?
A. L.K আদবানি
B. নরেন্দ্র মোদী
C. মনমোহন সিং
D. রাহুল গান্ধী
Correct Answer

Ans-B. নরেন্দ্র মোদী

63. “A Centuary is not Enough” বইটি কে লিখেছেন?
A. রিকি পন্টিং
B. শচীন
C. বিরেন্দ্র শেওবাগ
D. সৌরভ গাঙ্গুলি
Correct Answer

Ans-D. সৌরভ গাঙ্গুলি

64. ভারতের প্রথম অনলাইন রেডিও স্টেশনের নাম কি?
A. রেডিও উমাং
B. রেডিও মুন্না
C. রেডিও মির্চি
D. রেডিও ওয়ান
Correct Answer

Ans- A. রেডিও উমাং

65. “খেলো ইন্ডিয়া” প্রতিযোগিতায় সবচেয়ে বেশি পদক জিতেছে কোন রাজ্য?
A. দিল্লি
B. হরিয়ানা
C. পাঞ্জাব
D. কর্ণাটক
Correct Answer

Ans-B. হরিয়ানা
( ৩৮ টি গোল্ড মেডেল সহ সবচেয়ে বেশি পদক জিতেছে)



66. নিচের কোন ভাষাটিকে পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে যুক্ত করা হয়েছে?
A. উর্দু
B. পাঞ্জাবি
C. সিন্ধি
D. মান্দারিন
Correct Answer

Ans-D. মান্দারিন
(এটি একটি চাইনিজ ভাষা)



67. বিশ্ব পরিবেশ দিবস সম্মেলন ২০১৮ কোন দেশে হবে?
A. ভারত
B.অস্ট্রেলিয়া
C. আমেরিকা
D. ইংল্যান্ড
Correct Answer

Ans- A. ভারত

68. দ্বিতীয় বারের জন্য নেপালের প্রধানমন্ত্রী কে হয়েছেন?
A. কে.পি শর্মা অলি
B. কেশব ভারতী
C. বিন্ধ্য বান্দারাই
D. কেউই নন
Correct Answer

Ans-A. কে.পি শর্মা অলি

69. নেপালের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?
A. কে.পি শর্মা অলি
B. কেশব ভারতী
C. বিন্ধ্য বান্দারাই
D. বিদ্যা ভান্ডারী
Correct Answer

Ans-D. বিদ্যা ভান্ডারী
( ইনি নেপালের প্রথম মহিলা রাষ্ট্রপতি)



70. “Watchdog Transparency International” এর হিসাবে দুর্নীতি সূচকে ১৮০ টি দেশের মধ্যে ভারতের স্থান কততম?
A. ১০১
B. ৮১
C. ৭৬
D. ৯৭
Correct Answer

Ans- B. ৮১

71. “Lamitye” ভারত ও ——– এর মধ্যে অনুষ্ঠিত সেনা মহড়া।
A. মায়ানমার
B. ইন্দোনেশিয়া
C. লাওস
D. সিসিলিস
Correct Answer

Ans-D. সিসিলিস

72. এবছর(২০১৮) ১১ মার্চ আন্তর্জাতিক সৌর এলায়েন্স (International Solar Alliance) কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
A. ভারত
B. পাকিস্তান
C. নেপাল
D. চীন
Correct Answer

Ans-A. ভারত

73. মেলবোর্নে অনুষ্ঠিত হওয়া বিশ্ব জিমন্যাস্টিক প্রতিযোগিতায় মহিলা বিভাগে কোন ভারতীয় মহিলা ব্রোঞ্জ পদক জিতেছেন?
A. অরুণা সিং
B. দীপা কর্মকর
C. অরুণা বুদ্ধ রেড্ডি
D. ম্যারি কম
Correct Answer

Ans- C. অরুণা বুদ্ধ রেড্ডি

74. ভারতের কোন রাজ্যে ১৬৫০০ কোটি টাকা খরচে দুনিয়ার সবচেয়ে বড় সৌর পার্ক তৈরি করা হচ্ছে?
A. রাজস্থান
B. তামিলনাড়ু
C. কর্ণাটক
D. গুজরাট
Correct Answer

Ans-C. কর্ণাটক
(কর্ণাটকের পাবাগাড়ায়)



75. “গ্লোবাল মিলিটারি ইনডেক্স” এর সূচকে ভারতের মিলিটারি বিশ্বের ১৩৩ টি শক্তিশালী দেশের মিলিটারিদের মধ্যে কততম স্থান অধিকার করেছে?
A. পঞ্চম
B. সপ্তম
C. দ্বিতীয়
D. চতুর্থ
Correct Answer

Ans-D. চতুর্থ

76. গ্লোবাল হ্যাপিনেস ইনডেক্স অনুযায়ী বিশ্বের ১৮০ টি দেশের মধ্যে ভারতের স্থান কত?
A. ১০০
B. ১২১
C. ১৩৩
D. ১৫৫
Correct Answer

Ans- C. ১৩৩

77. প্রথম বার “Pritzker” পুরস্কার জিতেছেন কোন ভারতীয়?
A. কৃষ্ণা জোশি
B. বাল কৃষ্ণা দোষী
C. রজত সিং
D. অক্ষত দেশমুখ
Correct Answer

Ans-B. বাল কৃষ্ণা দোষী
(আর্কিটেক্চারের জন্য এই পুরস্কার দেওয়া হয়)



78. ২৭ টম সুলতান আজলান শাহ কাপ জিতেছে কোন দেশ?
A. ভারত
B. পাকিস্তান
C. অস্ট্রেলিয়া
D. ইন্দোনেশিয়া
Correct Answer

Ans-C. অস্ট্রেলিয়া
(এটি হকি টুর্নামেন্ট যা মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়। এবছর ফাইনালে অস্ট্রেলিয়া ইংল্যান্ড কে হারিয়ে এই টুর্নামেন্ট জিতেছে। )



79. “A Brief History of Time” বইটির লেখক কে?
A. নরেন্দ্র ঝা
B. স্টিফেন হকিং
C. জন ম্যালকম
D. জয়রাম ঠাকুর
Correct Answer

Ans- B. স্টিফেন হকিং

80. ভারত সরকার কুসুম (KUSUM) যোজনা চালু করেছে কি জন্য?
A. কৃষকদের যায় বাড়ানোর জন্য
B. বেকারদের কর্মোপযোগী শিক্ষা প্রদানের জন্য
C. গ্রামীণ ভারতে সৌরবিদ্যুতায়নের জন্য
D. মহিলাদের স্বনির্ভর করার জন্য
Correct Answer

Ans-C. গ্রামীণ ভারতে সৌরবিদ্যুতায়নের জন্য

81. রেল কতৃপক্ষ নিচের কোন রেলস্টেশনের নাম পরিবর্তন করে বেনারস নাম রাখার পরিকল্পনা করছে?
A. ভারানস
B. মান্দুয়াডি
C. বীজপুর
D. উপরের কোনটিই নয়
Correct Answer

Ans-B. মান্দুয়াডি (Manduadih)

82. ২০১৮ সালের ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের ১০৫ তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
A. মনিপুর বিশ্ববিদ্যালয়ে
B. সিকিম বিশ্ববিদ্যালয়ে
C. এমিটি বিশ্ববিদ্যালয়ে
D. জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে
Correct Answer

Ans- A. মনিপুর বিশ্ববিদ্যালয়ে
(মনিপুরের রাজধানী ইম্ফলে অবস্থিত মনিপুর ইউনিভার্সিটিতে )



83. ২০১৯ সালে ১৬ তম ইন্ডিয়ান সাইন্স কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হবে?
A. বর্কতউল্লা বিশ্ববিদ্যালয়ে
B. সিকিম বিশ্ববিদ্যালয়ে
C. এমিটি বিশ্ববিদ্যালয়ে
D. জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে
Correct Answer

Ans-A. বর্কতউল্লা বিশ্ববিদ্যালয়ে
(মধ্যেপ্রদেশের ভুপালে অবস্থিত)



84. ভারতীয় রেল সম্প্রতি ভারতীয় রেলে ডাবল লাইন এবং বিদ্যুতায়নের জন্য ১২০ মিলিয়ন ডলার লোন নিয়েছে কোন ব্যাঙ্ক থেকে?
A. ওয়ার্ল্ড ব্যাঙ্ক
B. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক
C. AIIB
D. ব্রেক্সিট ব্যাঙ্ক
Correct Answer

Ans-B. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক
( এই ব্যাংকের হেডকোয়ার্টার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় অবস্থিত)



85. 2018 সালে “Abel” পুরস্কার কে পেয়েছেন?
A. Yves Meyer
B. Robert Langlands
C. Andrew Wiles
D. Louis Nirenberg
Correct Answer

Ans- B. Robert Langlands
(এটি গণিতের সবচেয়ে বড় পুরস্কার)


86. ভারত মোবাইল ফোন উৎপাদনে বর্তমানে কততম স্থান অধিকার করেছে?
A. প্রথম
B. দ্বিতীয়
C. তৃতীয়
D. চতুর্থ
Correct Answer

Ans-B. দ্বিতীয়
(আগে এই স্থানে ছিল হংকং)


87. পঞ্চমতম সেনা মহড়া KHANJAR_V ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে?
A. আফগানিস্তান
B. শ্রীলংকা
C. কাজাকিস্তান
D. কিরগিস্তান
Correct Answer

Ans-D. কিরগিজস্তান


88. Euro-VI জ্বালানিতে ভারতের কোন শহর প্রথম স্থান অধিকার করেছে?
A. দিল্লি
B. কলকাতা
C. মুম্বাই
D. ব্যাঙ্গালোর
Correct Answer

Ans- A. দিল্লি

89. গরিব কন্যাদের বিবাহের জন্য রূপশ্রী প্রকল্প শুরু করেছে কোন রাজ্য?
A. পশ্চিমবঙ্গ
B. সিকিম
C. মধ্যপ্রদেশ
D. রাজস্থান
Correct Answer

Ans-A.পশ্চিমবঙ্গ

90. ভারতের সবচেয়ে পরিষ্কার আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি?
A. মুম্বাই
B. নতুন দিল্লি
C. হায়দ্রাবাদ
D. ব্যাঙ্গালোর
Correct Answer

Ans-D. ব্যাঙ্গালোর

SEE ALSO: CURRENT AFFAIRS 150+ MCQ OCTOBER 2018
Previous Post
Next Post
Related Posts