DUE LACK OF FUNDS, WE ARE MOVING WBEXAMSTUDY.COM TO WBEXAMSTUDY.BLOGSPOT.COM . PLEASE BOOKMARK IT.

List of Famous Companies and their Founders

list-of-famous-companies-and-their-founders

♦বিভিন্ন সংস্থার প্রতিষ্ঠাতা


► ফেসবুক – এর প্রতিষ্ঠাতা : মার্ক জুকেরবার্গ।

► টুইটার – এর প্রতিষ্ঠাতা : এভান উইলিয়াম , নোয়া গ্লাস , জ্যাক ডোরসি , বিজ স্টোন।

► লিঙ্কড ইন – এর প্রতিষ্ঠাতা : রিড হফম্যান , জিন-লুক ভাইল্যান্ট , কন্সটান্টিন জিউরিক।

► গুগল – এর প্রতিষ্ঠাতা : ল্যারি পেজ , সারজি বিন।

► ইউটিউব – এর প্রতিষ্ঠাতা : চ্যার্ড হারলে , স্টিভ চেন , জাভেদ করিম।

► ইয়াহু – এর প্রতিষ্ঠাতা : জেরি ইয়াং , ডেভিড ফিলো।

► মাইক্রোসফট – এর প্রতিষ্ঠাতা : বিলগেটস , পল অ্যালেন।

► অ্যামাজন – এর প্রতিষ্ঠাতা : জেফ বেজস।

► ফ্লিপকার্ট – এর প্রতিষ্ঠাতা : সচিন বনসল , বিনি বনসল।

► স্ন্যাপডিল – এর প্রতিষ্ঠাতা : কুনাল বহেল , রহিত বনসল।

► পেটিএম – এর প্রতিষ্ঠাতা : বিজয় শেখর শর্মা।

► অ্যাপেল – এর প্রতিষ্ঠাতা : স্টিভ জোভস , রোনাল্ড ওয়েন , স্টিভ ওজনিয়াক।

► স্যামসাং – এর প্রতিষ্ঠাতা : লি-বিউং-চিউল।

► আইবিএম – এর প্রতিষ্ঠাতা : চার্লস রেনলেট ফ্লিন্ট , থমাস জে ওয়াটসন।

► ইনটেল – এর প্রতিষ্ঠাতা : গর্ডন মুর , রবার্ট নয়েস , আন্ড্রু গ্রোভ।

► নোকিয়া – ফেডরিক ইডেস্ট্যাম , লিও ম্যাকলিন।

► হিউলেট প্যাকার্ড ( এইচ পি ) – এর প্রতিষ্ঠাতা : ডেভিড প্যাকার্ড , উইলিয়াম হিউলেট।

► ডেল – এর প্রতিষ্ঠাতা : মাইকেল এস ডেল।

► ওরাকেল – এর প্রতিষ্ঠাতা : এড ওটেস , ল্যারি এলিসন , বব মিনার।

► সিসকো – এর প্রতিষ্ঠাতা : স্যান্ডি লারনার , লিওনার্ড বোসাক।

► এলজি – এর প্রতিষ্ঠাতা : কোন-ইন-হো।

► এইচ সি এল – এর প্রতিষ্ঠাতা : শিব নাদার , অর্জুন মালহোত্রা।

► মোটোরোলা – এর প্রতিষ্ঠাতা : জোসেফ গ্যাল্ভিন , পল গ্যাল্ভিন।

► লেনোভো – এর প্রতিষ্ঠাতা : লিউ চুয়ানঝি।

► ভোডাফোন – এর প্রতিষ্ঠাতা : আরনেস্ট হ্যারিসন , গেরি ওয়েন্ট।

► এয়ারটেল – এর প্রতিষ্ঠাতা : সুনীল ভারতী মিত্তাল।

► জিও — এর প্রতিষ্ঠাতা : মুকেশ আম্বানী।

► শপ ক্লুস – এর প্রতিষ্ঠাতা : রাধিকা আগারওয়াল , সন্দীপ আগারওয়াল , সঞ্জয় শেঠী।

► পিন্টারেস্ট – এর প্রতিষ্ঠাতা : পল সায়ারা , বেন সিল্বারমান ,ইভান শার্প।

► ইন্সটাগ্রাম – এর প্রতিষ্ঠাতা : কেভিন সিস্ট্রোম।


TAGS : GK, আগারওয়াল, উইলিয়াম, এইচ, ডেভিড, পল, প্যাকার্ড, বনসল।, ল্যারি, স্টিভ,
Previous Post
Next Post
Related Posts