DUE LACK OF FUNDS, WE ARE MOVING WBEXAMSTUDY.COM TO WBEXAMSTUDY.BLOGSPOT.COM . PLEASE BOOKMARK IT.

3000 WB Excise Constable/Lady Excise Constable Apply Online

3000-wb-excise-constable-lady-excise-constable-apply-online

West Bengal Police Recruitment Board is inviting Application to recruitment of  3000 Posts for the post Excise Constable & Lady Excise Constable. Male and Female candidates are Eligible to apply.
ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আবগারি দপ্তরে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ হচ্ছে ।  এই বিষয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে  বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে , যেখানে মোট শূন্যপদ ৩০০০ টি , রাজ্যের ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে ।
শিক্ষাগত যোগ্যতা: ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সমতুল বোর্ড থেকে অন্তত মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। বাংলা বা নেপালি ভাষায় দক্ষ হতে হবে ।
বয়স সীমা: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী বয়সসীমা ১৮ থেকে ২৭ বছর। রাজ্যের সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। SC/ST - 5yrs & OBC -3yrs ।


আবেদন পদ্ধতি: ১১ মার্চ থেকে অনালাইনে এবং অফলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত।


Application Fee: Candidates must pay Rs. 220/- (Rs. 20/- for SC/ST candidates of West Bengal) Only.


Previous Post
Next Post
Related Posts